1. towkir.skit@gmail.com : admin :
  2. towkir29@gmail.com : adminrafiq :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
পোরশায় ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের মাঝে ছাগী বিতরণ বাঘায় মাদ্রাসা প্রাঙ্গণের জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারে ছাত্রদল নেতা শামিম সরকার কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিন জন নিহত রহনপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত তিতাস উপজেলায় কালাচানকান্দি পাখিদের অভয়ারণ্য স্থান পরিদর্শন করেন ইউএনও মহোদয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক কারবারি আটক দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও স্মারকলিপি প্রদান পোরশা সীমান্তে মালিক বিহীন ভারতীয় মহিষ আটক গেটে ঝুলে রহস্যময় এক তালা: শ্রীপুরে বকেয়া বেতনের অনিয়িচ্তা শ্রমিকের মুখে ক্ষোভ ৩নং বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগমারায় প্রতিবন্ধীর আম বাগান কেটে সাবাড় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ

বাগমারা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩০৯ Time View

রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী লাল্টুর আম বাগান কেটে সাবাড় করে ফেলার ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে গাছ কাটার সময় বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ করে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লায়। অভিযোগ সূত্রে জানা গেছে, সূর্যপাড়া মহল্লার আরএস ১০৫ নং খতিয়ানের ৫১১ নং দাগের একটি আমবাগানের গাছ কাটা হয়েছে। জানাগেছে, মৃত আহম্মদ আলীর মেয়ে আনোয়ারা বেগম মারা যাওয়ার আগেই ১৯৭৬ সালে ওই সম্পত্তি মা-বাবার কাছে বিক্রয় করে যায়। এরপর থেকে ওই সম্পত্তি আহম্মদ আলী ভোগদখল করে আসছিল। পিতার মৃত্যুর পর অংশ মূলে যে সম্পত্তি পেয়েছে সেটা এবং আনোয়ারার নিকট থেকে ক্রয়কৃত সম্পত্তির পাশাপাশি অন্য শরিকদের অংশ ক্রয় করে। এরপর ৩৩ শতক ওই সম্পত্তিতে আম সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে। তখন থেকে প্রতিবন্ধী লাল্টু বিবাদমান সম্পত্তি ভোগদখল করে আসছে। ওই সম্পত্তি নিয়ে মামলা হলেও বারাবরই রায় পান লাল্টু। পরবর্তীতে মৃত আনোয়ারার মেয়ে সাবানা খাতুন, ববিতা, ফিরোজা সহ তাদের জামাইরা মিলে লাল্টুর ভোগদখলিয় সম্পত্তি দখলের চেষ্টা করে। দখল করতে না পারাই প্রতিপক্ষরা ওই সম্পত্তির উপরে আদালতে গিয়ে পুনরায় মামলা করে। যা এখনো বিচারাধীন। এদিকে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জোর পূর্বক প্রতিবন্ধী লাল্টুর ভোগদখলিও আম বাগান বেপারির নিকট বিক্রয় করে দেয়। বেপারি আমগাছ কেটে শেষ করে দিয়েছে। জোরপূর্বক আম বাগান কাটায় অসহায় হয়ে পড়েছে প্রতিবন্ধী লাল্টু। লাল্টুর ভাই কাশেম আলী বলেন, বিক্রয় করা সম্পত্তি জোর পূর্বক মৃত আনোয়ারার মেয়ে এবং জামাইরা জবরদখলের চেষ্টা করছে। তারা এই সম্পত্তির মালিক না। প্রতিবন্ধী লাল্টুকে অসহায় পেয়ে তারা জোর করছে।
অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন বাগমারা থানার এসআই আব্দুল মান্নান। তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একটা মিমাংসা বৈঠকের কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org