সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘায় বাল্যবিয়ে মুক্ত এবং সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মানে অবদান রাখতে চান উপজেলা ব্র্যাক স্বপ্নসারথি কিশোরী দল।
শনিবার (২৬ জুলাই) বাঘা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এবং মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের আয়োজনে সারা দেশের ন্যায় একযোগে বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০ টায় জুলাই পুনর্জাগরন ও সমাজ গঠনের শপথ গ্রহন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় এ কথা বলেন স্বপ্নসারথি কিশোরী দলের আহ্বায়ক সুর্মি আক্তার।
উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এর সভাপতিত্বে এবং উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মুনসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খন্দকার মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ আব্দুল লতিফ মিঞা। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার ও ব্র্যাক কলিগ্রাম স্বপসারথি কিশোরী দলের আহ্বায়ক মোসাঃ সুর্মি আক্তার সহ প্রমুখ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বাঘা উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম, সিও( সেলপ) মোঃ মমিনুল ইসলাম সহ সরকারী বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, ব্র্যাক স্বপ্নসারথি কিশোরী দলের সদস্য সহ সরকারি সেবাপ্রাপ্ত উপকারভোগীগন।
এ সময়ে স্বপ্নসারথি কিশোরী দলের আহ্বায়ক সুর্মি আক্তার তার বক্তব্যে বলেন , জুলাই চেতনাকে ধারন করে বাঘা উপজেলায় সরকারের গৃহিত কার্যক্রমের পাশাপাশি সহযোগী হিসেবে বাল্যবিয়ে মুক্ত সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে অবদান রাখতে চান ব্র্যাক সেলপ কর্মসূচি পরিচালিত ২০০ জন স্বপ্নসারথি কিশোরী সদস্য।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সরকার সুবিধা বঞ্চিত অসহায় নারী পুরুষের সামাজিক ন্যায় বিচার প্রাপ্তি সহজতর করেছে। বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। বাল্যবিয়ে সহ সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান হিসেবে বাঘা উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সরকারের পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এ ব্যপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।