মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত
করতে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা করায় জীবনের নিরাপত্তাহীনতায়
ভুগছে মামলার বাদী মো. মতিউর রহমান। আসামীরা আদালত থেকে জামিন নিয়ে এসে
মামলা উঠিয়ে নেয়ার জন্য বাদীকে চাপ প্রয়োগ করতে থাকে। এতে রাজী না হলে বিভিন্ন
সময়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট, ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। এ
ব্যাপারে ভুক্তভোগী মতিউর রহমান বুধবার দুপুরে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানায়, গত মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সাগরইল গ্রামের মৃত আমির
চাঁনের ছেলে মো. নজরুল ইসলাম, তার ভাই মো. তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর উপজেলার
গাংগইল গ্রামের মো. ধলা মন্ডলের ছেলে মো. আলী, সাগরইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে
কামরুল হাসান দলবলসহ মতিউর রহমানের বসত বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে
মামলা উঠিয়ে নিতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ইসলাম তাকে চড় থাপ্পড় ও
কিল ঘুষি মারতে থাকে। এ সময় মামলা তুলে না নিলে বসতবাড়ি থেকে উচ্ছেদ ও প্রাণে
মেরে ফেরার হুমকী দেয় তারা। এর আগেও গত ৯ মার্চ বিকেলে মামলা উঠিয়ে নেয়ার জন্য
মতিউরের বসত বাড়িতে এসে হুমকী প্রদান করে তারা। উল্লেখ্য যে, জমিজমাকে কেন্দ্র করে
কামরুল হাসান ও তার লোকজন গত ১৭ ফেব্রæয়ারি মতিউর রহমানের বাড়ির খলিয়ানে এসে
এলোপাথাড়ী মারপিট করে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দ্বারা মাথায় কোপ দিলে
হাত দিয়ে তা আটকানোর চেষ্টায় হাত কেটে গুরুতর রক্তাত্ব জখম হন মতিউর। এ ঘটনায় ৩
জনকে আসামী করে ২২ ফেব্রæয়ারি থানায় মামলা দয়ের করে মতিউর রহমান। অভিযোগ পাওয়ার
সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মো. আবুল
কালাম আজাদ বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#