মোঃমুকুল হোসেন রাজশাহী
রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সদস্য রাহাতকে দেখতে ছুটলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। রাহাত দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভূগছেন। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাস ভবনে রয়েছেন। বর্তমানে রাহাতের অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাহাতের পরিবার।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফের নেতৃত্বে নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত অসুস্থ রাহাতের নিজ বাস ভবনে দেখতে যান ক্লাবের নেতৃবৃন্দরা। এ সময় তার শারীরিক বিষয়ের খোঁজখবর নেন ক্লাবের সদস্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক নাহিদ ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝর্ণা খাতুন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা বৃষ্টি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদিকা রিফা ইসলাম প্রমুখ।