ফারুক আহমেদ বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সোনালী বাংলা বাজারে উচ্চ বিদ্যালয় স্হাপনের লক্ষ্যে বিদ্যালয় বাস্তবায়ন কমিটির পরিচিত সভা অনুস্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ টায় সোনালী বাংলাবাজারস্হ বিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় বাস্তবায়ন কমিটির প্রধান আহবায়ক ও ভুমি দাতা সুইন্ডন বাংলাদেশ এসিসোয়েশনের সভাপতি আলহাজ্ব শফিক মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয় বাস্তবায়ন কমিটির কোষাধ্যক্ষ ইউপি সদস্য ইরন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী এখলাছুর রহমান ফয়েজ, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হামিদ বাবুল।
সোনালী বাংলাবাজারে উচ্চ বিদ্যালয়ের নাম করণ প্রসঙ্গে প্রধান আহবায়ক আলহাজ্ব শফিক মিয়া বলেন অত্র এলকার ছেলে মেয়েদের কথা বিবেচনা করেই আমাদের এই উদ্যোগ। আর আমরা চাই অত্র এলাকার ছেলে মেয়েরা যেন শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন পর্যায়ে সুনাম অর্জন করতে পারে এবং সেই লক্ষ্যেই আমাদের এই পরিকল্পনা। আর সেটা বাস্তবায়ন করতে আমি সর্বদা আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি তিনি এলাকাবাসীর সকলকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সদস্য হারুন মিয়া, আব্দুল রশিদ, ছিদ্দেক আলী, হারুন মিয়া, ছমির উদ্দিন, ওয়ারিছ আলী, গিয়াস উদ্দিন, আবুল কাশেম, কছির আলী, শফিক আহমদ, কাওছার আহমদ, গৌছুল আলম, লালা মিয়া, আবুল কালাম, খালেদ আহমদ, রেনু ভুষন দেব, তাজ উদ্দিন, ইন্তাজ আলী, বীরেন্দ্র কুমার দাশ, সমচু উদ্দিন, খলিলুর রহমান, শানুর আলী, আকমল হোসেন মিঠু, হাফিজ আব্দুস সালামসহ প্রমুখ।