আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের আচিনপুর গ্রামে বিয়ের দাবিতে জেসমিন আক্তার কেয়া (২২) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গিয়ে নির্যাতনের শিকার থানায় অভিযোগ।
বৃহস্পতিবার (২২ মে- ২০২৫ ইং) বাগমারা উপজেলার আচিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক শামীম রেজা (৩২) বাড়ী আচিনপুর গ্রামের আবু বাক্কারের ছেলে। প্রেমিকা জেসমিন আক্তার (কেয়া ) নরদাশ ইউনিয়নের মাদিলা (ফুলপুর )গ্রামের জালাল উদ্দীনেরমেয়ে। মোছাঃ জেসমিন আক্তার (কেয়া) জানান, দীর্ঘ এক বছর ধরে প্রেমিক শামীমের সাথে প্রেমের সম্পর্ক হয়েছে। দফায় দফায় শারীরিক সম্পর্ক ও হয়েছে তাদের মধ্যে।
শামীম রেজা বিয়ে করবে বলে আসতে বলে তার বাড়ীতে। সে এখন বাড়ী থেকে পালিয়ে গিয়েছে।একারণে তিনি বিকেল থেকে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। এসময় শামীম রেজা ও তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে যানা যায়, সন্ধা ৬ টার সময় শামীমের পরিবারের লোকজন জেসমিন আক্তার (কেয়া) কে মারধুর করে করে একটি অটোভ্যানে তুলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পাঠিয়ে দেন। জেসমি আক্তারের পরিবারের লোকজন খবর পেয়ে সেখান থেকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এই বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সিদ্দিক জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুর ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহন করা হবে।