মর্তুজা শাহাদত সাধন , নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী থেকে ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক জাহিদ হোসেন (২৫) কে আটক করেছে থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১০ টার তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান।
আটককৃত জাহিদ হোসেন, উপজেলার সেনপাড়া গ্রামের হামিদুর ইসলামের ছেলে ও বঙ্গবন্ধু কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকারের শাসনামলে জাহিদ হোসেন দলের ক্ষমতা দেখিয়ে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের হয়রানী করতো এবং বিভিন্ন অনিয়মের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত ৪ নভেম্বর সন্ধার পর উপজেলার গোবরচাপা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে জয় বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফারণ ঘটিয়ে দ্রুত জয়পুর হাটের দিকে চলে যায়। সে সময় এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়। এরপর আজ অভিযান চালিয়ে বদলগাছী থানার পুরাতন ব্রিজের পূর্ব পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান বলেন, উপজেলা সাবেক ছাত্রলীগের এ সাধারণ সম্পাদককে গোবরচাপা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে যে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটানো হয়। সেই ঘটনায় তাকে আটক দেখানো হয়েছে।