মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বিশেষ অভিযানে আ’লীগ ও যুবলীগ
নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ও রবিবার সকালে উপজেলার বিভিন্ন
এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা যুবলীগের
আহবায়ক উপজেলা সদরের থানাপাড়ার গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, সদর ইউনিয়ন
আ’লীগের যুগ্ম সম্পাদক উপজেলা সদরের দুলালপাড়ার মাহমুদুল হাসান নয়ন, এনায়েতপুর
ইউনিয়ন আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজাইল গ্রামের আফতাব উদ্দীনে ছেলে হোসেন
আলী ও সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের আব্দুস সাত্তার মেম্বার। মহাদেবপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, গত ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায়
বদলগাছী থানায় হওয়া একটি মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের আহবায়ক
গোলাম রেজাউন্নবী আনসারী বাবুকে এবং অন্যদের বিভিন্ন মামলায় গ্রেফতার করে রবিবার
দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।