আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার জন্য রবিবার বিকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে বিভিন্ন মুদি দোকান সহ অন্যান্য দোকান মনিটরিং করা হয়েছে। মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস। এসময় তারা বিক্রেতাদেরকে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পরামর্শ দেন। বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ রয়েছে, বিনা কারনে কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরী না করার জন্য সকল ব্যবসায়েিক সতর্ক করা হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে নিতপুর খাদ্য গুদামের সামনে রমজান মাস উপলক্ষে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা করেন। এ সময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, নিতপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, পবিত্র রমজান মাসে স্বল্প আয়ের ক্রেতাদের সহজলভ্য মূল্যে পণ্য ক্রয় নিশ্চিত করার জন্য খেজুর, মুড়ি, ছোলা, ডিম, চিনি, দুধ সহ অন্যান্য পণ্য বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে বিক্রয় করা হবে। তবে পবিত্র রমজান মাস জুড়ে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।