সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার ( ১৬ ফেব্রুয়ারি) রাজশাহী শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
ডিবি সূত্রে জানা যায়, ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুর্থানে দেশের পট পরিবর্তনের পর থেকে তারা আত্নগোপনে ছিল। তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধরসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, দেশের পট পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা-মারধর সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।