সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
বৈশাখী আক্তার স্বপ্ন ডাক্তার হবেন। চলতি বছরের ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেনও তিনি। তবে দিনমজুর পিতার পক্ষে মেয়েকে মেডিকেল কলেজে ভর্তি সহ পড়ানোর সামর্থ্য নেই। এতে করে তার ডাক্তার হবার স্বপ্ন এখন অনিশ্চয়তায়।
বৈশাখী আক্তার রাজশাহীর বাঘা পৌরসভার চক নারায়নপুর গ্রামের দিনমজুর বাহার আলীর মেয়ে।
এদিকে বৈশাখী’র এই সংবাদ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি সংবাদটি পাওয়ার সাথে সাথে দলীয় নেতা-কর্মীদের থেকে খবর নেন দিনমজুর পিতার মেধাবী কন্যা বৈশাখীর। এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বৈশাখী সহ তার পরিবারের কাছে।
শনিবার ( ১ ফেব্রুয়ারী) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহমর্মিতার বার্তা নিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ মেডিকেল কলেজে ভর্তি’র সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী বৈশাখীর বাড়িতে যান।
এছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের ছাত্রদল নেতা মো: রনি, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার, বাঘা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে বৈশাখীকে মেডিকেলে পড়াশোনার জন্য ১ম-২য় বর্ষের বই, ১ সেট কংকাল এবং প্রয়োজনীয় নগদ অর্থসহায়তা করেন।
উল্লেখ্য, দরিদ্র পরিবারের মেয়ে বৈশাখী এবার মেডিকেলে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী তিনি রংপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন।