রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া আইডিয়াল স্কুল অব বাংলাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ মার্চ ২০২৪ ইং সকাল ১০ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া আইডিয়াল স্কুল অফ বাংলাদেশের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কেশরহাট মহিলা কলেজের সহ-অধ্যক্ষ আঃ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সদস্য সচিব জনাব আঃ রাজ্জাক (রিপন)। শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন। বাগমারা উপজেলা জাতীয়বাদী কৃষক দলের আহবাহক প্রভাষক আব্দুল জলিল প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন,আইডিয়াল স্কুল অফ বাংলাদেশের সহকারী শিক্ষক, আলামিন, গোলাম মোস্তফা, নাজমুল হক, সেলিনা বিবি, ফরিদা পারভীন, শ্যামলী রানী, রিপা , নেহেরা খাতুন, সহ
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আইডিয়াল স্কুল অফ বাংলাদেশের প্রধান শিক্ষক মোঃ মুর্তজাখান সুমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। বছরের প্রথম দিন সরকার বই বিনামূল্যে বিতরণ করে থাকে। শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের উন্নয়নকে টেকসই করতে শিক্ষার বিকল্প নাই। তিনি মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্যে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এরপর ২০২৩ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা