ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে দেশ বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের মূল্য, পএিকার নির্বাহী সম্পাদক। আজ এক বাণীতে অতীত কে, পিছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুন কে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ আমাদের বাঙ্গালির সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষ পঞ্জিকা বহাল বহুল ব্যবহার হয়ে থাকে।খ্রিষ্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। বাংলাদেশ বাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপন করার আহ্বান জানাচ্ছি। ২০২৫ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। এ যুগসন্ধিক্ষণে স্পন্দন সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাতে হবে। নববর্ষ সবার মাঝে জাগাবে প্রাণের নতুন স্পন্দক, নতুন আশা,নতুন সম্ভাবনা। মহামারি ভয়াভহতা মোকাবেলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। নববর্ষে এই প্রত্যাশা করি। খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন আনন্দ ও সমমৃদ্ধিপূর্ণ ভাবে গড়ে উঠুক।