মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিণিধি
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য” এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি সাদেকুল হক শাহ্ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নওগাঁ জেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন, সহকারী উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার নায়েবে আমির মাও: মো: আব্দুল বাকী, মো: আব্দুল্লাহ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান প্রমুখ।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।