মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সোমবার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সকাল ১১ টায় সাপাহার জিরো পয়েন্ট, সাড়ে ১২ টায় পাহাড়িপুকুর মোড় এবং পৌনে একটায় আশড়ন্দ বাজারে কম্বল বিতরণ করেন নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নের্তৃবৃন্দ।নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনে কোষাধ্যক্ষ জনাব মাহফুজুল হক বলেন “চাহিদার তুলনায় শীতবস্ত্র অনেক কম। তারপরও চেষ্টা করা হয়েছে যাচাই-বাছাই করে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার।এসোসিয়েশনের সহযোগিতায় ভবিষ্যতে পরিমাণ আরো বাড়ানো হবে। এসোসিয়েশনের উদ্যোগে এবার নওগাঁ জেলার সাপাহার, ধামইরহাট পত্নীতলা এবং নওগাঁ সদরে শীতবস্ত্র দেওয়া হচ্ছে”।
সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমেজ উদ্দিন চৌধুরী, মো: মামুনুর রশিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ খালেকুজ্জামান সেন্টু আনছারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, কোষাধ্যক্ষ জনাব মোঃ মাহফুজুল হক, নির্বাহী সদস্য জনাব মোঃ আজিজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নওগাঁ জেলার কল্যাণ সাধনের ব্রত নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করা নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বর্তমানে নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন টিএস আই কোম্পানির সিনিয়র ব্যবস্থাপক জনাব মোঃ সফিউল আজম চৌধুরী।