মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর সাপাহারে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সোমবার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সকাল ১১ টায় সাপাহার জিরো পয়েন্ট, সাড়ে ১২ টায় পাহাড়িপুকুর মোড় এবং পৌনে একটায় আশড়ন্দ বাজারে কম্বল বিতরণ করেন নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নের্তৃবৃন্দ।
নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশনে কোষাধ্যক্ষ মাহফুজুল হক বলেন “চাহিদার তুলনায় শীতবস্ত্র অনেক কম। তারপরও চেষ্টা করা হয়েছে যাচাই-বাছাই করে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য।এসোসিয়েশনের সহযোগিতায় সহযোগিতায় পরিমাণ আরো বাড়ানো হবে। পরবর্তী সময়ে সাপাহারে এবং ধামইরহাটে পত্নীতলা এবং নগর সদরে চাদর দেওয়া হবে”।
সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমেজ উদ্দিন চৌধুরী, মামুন মামুনুর রশিদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন উক্ত এসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু আনসার, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহফুজুল হক প্রমূখ।
তীব্র শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা।