1. towkir.skit@gmail.com : admin :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদক সেবনকারী পাঁচ মাতালকে জরিমানা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে পোরশায় বিক্ষোভ মিািছল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু রাজশাহীর বাগমারায় বাড়ীসহ গরু-ছাগল হাঁস মুরগি পুড়ে ছাই নওগাঁয় আম গাছের ডালে ঝুলছিলো কলেজ ছাত্রের মরদেহ পোরশায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নওগাঁয় মামাকে হত্যা ভাগ্নের যাবজ্জীবন কারাদণ্ড ঝিনাইগাতীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর বাগমারায় চোলাইমদ-সহ গ্রেফতার -১  রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন, ইজরাইলের বিরুদ্ধে

বাগমারার তাহেরপুরে বারনই লাইফ স্টাইল শোরুম এর শুভ উদ্বোধন

বাগমারা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

রাজা কংস নারায়ন রায় বাহাদুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী তাহেরপুর পৌরসভায় হাই স্কুল মাঠ সংলগ্ন মার্কেটে বারনই লাইফ স্টাইল শো রুমের শুভ উদ্বোধন হয়েছে ।আজ ১৭ ই নভেম্বর সকাল ১১টায় তাহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে । এ সময় প্রতিষ্ঠানের মালিক মো:হাফিজুর রহমান সরকার এর পিতা মো:হাবিবুর রহমান (সাবেক প্রধান শিক্ষক ধরমপুর উচ্চ বিদ্যারয়) শোরুমটির ফিতা কেটে উদ্বোধন । এরপর দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানেউপস্থিত ছিলেন তাহেরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ,বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি সোহাইল রানা, এস আই মিজান,ডি এসবি, সাংবাদিদক শাহাবুদ্দিন,শাহদত,ইমাম,মিজান,ইসরাফিল,আশরাফুল সহ প্রমুখ । শোরুম উদ্বোধন উপলক্ষে স্বতাধীকারি মো:হাফিজুর রহমান সরকার বলেন, তাহেরপুর পৌরসভা রাজশাহী জেলার মধ্যে একটি অন্যতম ঐতিহাসিক স্থান বা বাজার । এই বাজারে একটি নদী রয়েছে যার নাম বারনই নদী এই ঐতিহ্যকে তুলে ধরার জন্যই আমরা আমাদের এই শোরুমের নামটি বারনই হিসেবে নামকরণ করেছি ,যাতে করে বারনই এ ঐতিহাসিক নামটি বিশ্বের বুকে ছড়িয়ে পড়ে ।আমাদের শোরুম মূলত ছোট বাচ্চাদের আইটেমের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাহেরপুরে বাচ্চাদের যে সকল ব্র্যান্ডেড পোশাক পাওয়া যায় না সেগুলো আমাদের শোরুমে আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর পোশাক কম দামে আমরা তাহেরপুরকে একটি ব্র্যান্ডের সাথে পরিচয় করে দিতে চাই।
আমাদের একটি নিজস্ব ব্র্যান্ড রয়েছে যার নাম বারনই আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে থাকি এ সকল পণ্য এখানে পাওয়া যাবে পাশাপাশি স্পেশাল কোয়ালিটি সকল পোশাক বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের সকল পোশাক আমাদের এই শোরুমে পাবেন এবং ১০০% কোয়ালিটি মেইনটেইন করে আমরা এসকল প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছে দেব এটাই আমাদের লক্ষ্য ।এছাড়াও আমাদের কাছে এক্সপোর্ট কোয়ালিটির ১০০ ভাগ অরিজিনাল ব্যান্ডের বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের পোশাক পাওয়া যাবে এবং ছোট বাচ্চাদের পোশাক পাওয়া যাবে , আমরা বাহিরের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি আমাদের দেশীয় যেসকল ব্রান্ড রয়েছে সে সকল পোশাকি এই তাহেরপুরের মানুষের হাতে তুলে দিতেই আমাদের একমাত্র লক্ষ্য ।আজ আমাদেরই শোরুমের উদ্বোধন উপলক্ষে আমরা একটি বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি প্রতিটি পোশাক ছেলে-মেয়ে অথবা ছোট বাচ্চাদের যেকোন পোশাক ক্রয় করলে থাকছে ২০% পর্যন্ত ছাড় এবং এক হাজার টাকার উপরে পোশাক কিনলেই পাবেন একটি কুপন , সেই কুপনের ড্রয়ের মাধ্যমে বা লটারির মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ৩২ ইঞ্চি একটি ব্যান্ডেড এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার থাকছে একটি স্মার্টফোন, তৃতীয় পুরস্কার থাকছে স্মার্ট ওয়াচ, এভাবেই অনেকগুলো পুরস্কার এর ব্যবস্থা করা হয়েছে ।
এছাড়াও আমাদের ঢাকাতেও বারনই শোরুম রয়েছে এবং একটি অনলাইনসপ রয়েছে, যেখানে ভিজিট করে আপনারা অর্ডার করলে হোম ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের যে কোন প্রত্যন্ত অঞ্চলে।
আর আমাদের শোরুমে এই বিশেষ ছাড় থাকবে আজ থেকে ৭ দিন পর্যন্ত প্রয়োজনে এটা বর্ধিত করা যাবে , তাহেরপুরবাসীর কাছে আমার আহ্বান আপনারা উন্নত মানের পোশাক কম দামে কিনতে আমাদের শোরুমে অবশ্যই আসবেন এটাই আমাদের প্রত্যাশা এবং তাহেরপুরের মানুষকে অরিজিনাল এবং সঠিক মানের ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিয়ে ভবিষ্যতে আমরা অব্যাহত রাখব। শোরুমের আরেক স্বত্বাধিকারী নুরুন্নাহার শেলী বলেন: বারনাই আমাদের অনেক স্বপনের একটি ব্র্যান্ড, বারনই নদীর যে একটি ঐতিহ্য সেটিকে রাজশাহী সহ বিশ্বের বুকে তুলে ধরার জন্যই আমাদের শোরুমের এমন নাম করন করা হয়েছে । এখানে বিভিন্ন আইটেম বিশেষ করে বাচ্চাদের আইটেমের রাখার চেষ্টা করেছি সব কোয়ালিটির পোশাক আমাদের শোরুমে থাকবে ইনশাআল্লাহ , আমরা আমাদের এই শোরুমে যে সকল পোশাক পাওয়া যাবে তার কোয়ালিটি মেন্টেন করব এবং সেটা অবশ্যই ধরে রাখবো এবং এই এলাকার লোকের কথা চিন্তা করে রেঞ্জের মধ্যে রেখেই আমরা ব্র্যান্ডগুলো এখানে পোশাকগুলো তুলবো । আর আমাদের এই বারনই ব্র্যান্ড বিশ্বের বুকে তুলে ধরার পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা করবেন আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ সকল ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কমদামী পাবেন ।
এ সময় উদ্বোধনক উপলক্ষে আসা এক ক্রেতাকে এই দোকানের শোরুমের পোষাক সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানান : আমি বর্তমানে আমার বাচ্চার জন্য একটি পোশাক দিচ্ছি এটি একটি অত্যন্ত মাসম্মত এবং ব্র্যান্ডের পোশাক এ পোশাকটি তাহেরপুরের সচরাচর পাওয়া যায় না আমি এটা এখানে দেখছি এই মানসম্মত পোশাকটি কিনতে চিইলে আমার এখান থেকে প্রায় ৫০ কিলো দূরে রাজশাহীতে গিয়ে এই পোশাকটি কিনতে হতো ,তো এখানে যে পোশাকগুলো দেখছি সেগুলো সবই মানসম্মত এবং দামও আমাদের সাধ্যের মধ্যে আছে। মোরুমটি তাহেরপুরে হয়ে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের প্রত্যাশা আমরা সকল ধরনের ব্র্যান্ড ইনশাল্লাহ সাধ্যের মধ্যেই পাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org