মহাদেবপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে
মতবিনিময় করেছেন নওগাঁ জেলা প্রশাসক। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো.
আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, সহকারি কমিশনার (ভ‚মি)
রিফাত আরা, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. হাশমত আলী। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খাঁনের সঞ্চালনায়
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম
বুলেট, জামায়াতে ইসলামের আমির আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশের
উপজেলা সেক্রেটারী মুফতি মা’আরিফুল ইসলাম, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম
বাচ্চু, মহাদেবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি লিয়াকত আলী বাবলু প্রমূখ।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিদ্যালয়ের সামনের রাস্তায় দাঁড় করিয়ে রাখা ট্রাকগুলো অন্যত্র সরিয়ে এ এলাকা যানজটমুক্ত করার
জন্য জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন।