কোন দালাল কিংবা কোন মাধ্যম নয়- সকল শ্রেণীর, সকল মানুষ, নির্ভয়ে, নির্বিঘ্নে যেতে পারেন, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নানের অফিসে! বগুড়া শিবগঞ্জ থানায়! এমন ঘোষনা দিয়েছেন শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান।স্হানীয়রা জানান, ইতিমধ্যেই ওসি আব্দুল হান্নান সাধারণ মানুষের কাছে আস্হাভাজন হয়ে উঠেছেন। তিনি সমাজের নিরীহ সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। ওসি জানান, কোন স্বীকৃতির আশা না করে, নিজের ব্যক্তিগত চাহিদাকে তুচ্ছ করে, মানবতার সেবা তার বড় ধর্ম মনে করে – এক উন্নত মানসম্পন্ন সেবা সহযোগিতা দিয়ে যাওয়া তার লক্ষ্য ও উদ্দেশ্য
হুদাবালা গ্রামের সেবাগ্রহীতা মাহফুজ জানান, ওসি সাহেব আমার মতো সাধারণ একজন মানুষকে যেভাবে বিনয়ের সাথে কথা বলে সেবা দিলেন, এতে আমার বুকটা ভরে গেছে।ওসি আব্দুল হান্নান আরো জানান, নিরাপদ সুখী সুন্দর বগুড়া শিবগঞ্জ থানা গড়ার প্রচেষ্টায় পুলিশিং অভিযান অব্যাহত থাকবে। তিনি অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি সাধারণ মানুষদের আস্হার প্রতিক হয়ে উঠতে চান। আগামীর শিবগঞ্জ থানা হবে আরও সুন্দর সুস্থ ও সমৃদ্ধ ও দালালমুক্ত গড়ে তুলতে চান তিনি।
ওসি শিবগঞ্জ উপজেলাবাসীকে বলেন, আইনের পরামর্শ নিতে আসুন শিবগঞ্জ থানায়। নিজে বাঁচুন অনেকে বাঁচাতে সাহায্য সহযোগিতা করুন।