নওগাঁর পোরশায় সাবরেজিস্ট্রার অফিসের নকল নবিসরা কলম বিরতী করছেন। নকল নবিসদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করনের দাবিতে বুধবার থেকে তারা কলম বিরতী করছেন বলে জানাগেছে। নকল নবিস কমিটির সভাপতি আমির উদ্দিন বাবু জানান, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করছেন। নকল নবিসদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা। নিবন্ধন অধিদপ্তরের প্রস্তাবিত (খসড়া) বিধিমালায় নকল নবিসদের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করা। নিবন্ধন নীতিমালা অনুযায়ী স্থায়ী মোহরার, টিসি মোহরার, অফিস সহকারীসহ নবসৃষ্ট সব পদ জ্যেষ্ঠতার ভিত্তিতে নকল নবিসদের মধ্য থেকে পদায়ন করা। এছাড়া নকল নবিসদের আদায় করা পারিশ্রমিক এনএন ফিস বাবদ এনআরবিসি ব্যাংকে জমা করা অর্থ স্ব-স্ব সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সোনালী ব্যাংকে প্রেরণ করা তাদের দাবি বলে তিনি জানান।