সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহী বাঘায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত মঙ্গলবার (৮ জুলাই) বাঘা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, রাজশাহীর বোয়ালিয়া থানার পঞ্চবাটি গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ সুমন ( ৪০) ও মোঃ জমশেদ আলীর ছেলে মোহাম্মদ সনেট (৪১)।
থানা সূত্রে জানা যায়, গত ইং-০৮/০৭/২৫ তারিখ বাঘা থানার মাদক উদ্ধার টীম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ সুমন ( ৪০), মোহাম্মদ সনেট (৪১) কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক অদ্য ইং-০৯/০৭/২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । থানার রেকর্ডপত্র যাচাই করে অভিযুক্ত সনেট এর বিরুদ্ধে বিভিন্ন থানায় ইতিপূর্বে ১৭ টি মামলা রুজু হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।