একক যাত্রী হিসাবে অটোভ্যানে না নেয়ায় আশরাফ আলী নামে এক ভ্যান চালকের হাত ভেঙ্গে দিলেন মোশারফ হোসেন (২৮) নামে এক ব্যক্তি। মোশারফ উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের সোহরাবের ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার গাঙ্গুরিয়া বাজার এলাকায়। এব্যাপারে আশরাফ আলীর বড় ছেলে শাহাজাহান আলী বাদি হয়ে শনিবার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানাগেছে, আশরাফ আলী প্রতিদিনের মত তার মালিকানাধীন অটোভ্যান নিয়ে স্থানীয় সরাইগাছি মোড়ে যাত্রীবহনের জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোশারফ হোসেন একক ভাবে তার ভ্যানে যেতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন এবং আরো যাত্রী হলে তিনি যাবেন বলে জানান। এসময় মোশারফ হোসেন আশরাফের সাথে বাকতিন্ডা করেন এবং অন্যভ্যানে গাঙ্গুরিয়া বাজারে চলে যান। পরক্ষনই আশরাফ আলী ৬-৭জন যাত্রী নিয়ে গাঙ্গুরিয়া বাজারে পৌঁছলে মোশারফ তার পথ রোধ করে তাকে মারপিট শুরু করেন। ফলে আশরাফের বাম হাত ভেঙ্গে যায়। তাতক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। অপরদিকে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কালিনগর গ্রামের বাড়ি-ভিটা বেড়া দেওয়া সংক্রান্ত মারামারিতে গুরুতর আহত নুরুল হুদার স্ত্রী মোরশেদা বেগম(৪০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারাগেছেন বলে জানাগেছে।