নওগাঁর পোরশায় নিতপুর কপালীর মোড় ফাইভস্টার কনফেকশনারী নামক এক বেকারিতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট আরিফ আদনান। এসময় পুরো বেকারিটি ঘুরে দেখেন তিনি।
অস্বাস্থকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও সেই খাবার নিচে রেখে প্রস্তুত করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী প্রাথমিকভাবে ফাইভস্টার কর্তৃপক্ষকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে তাদের সতর্ক করেন ইউএনও আরিফ আদনান। জরিমানার টাকা পরিশোধ করেন ম্যানেজার আবু সাঈদ।
বুধবার বিকেল ৫ ঘটিকার সময় এ অভিযান শেষে ইউএনও বলেন, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে মানুষ যাতে নিরাপদ খাদ্য খেতে পারে সে কারনেই এই অভিযান। আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।