বগুড়ার শিবগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা কৃষি কর্মকর্তা আল-মোজাহিদ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাণি সম্পদক কর্মকর্তা ডা. তুষার আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মুহাম্মাদ আপেল মাহমুদ, রাজিব হাসান প্রমুখ। ৩ হাজার ৪শত জন প্রান্তিক কৃষান কৃষানীদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।