
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম 
স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মামুন মিয়া। মাথায় মারাত্মক আঘাতের কারণে তার মাথার খুলি খুলে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল দুই মাস আগে। চিকিৎসকরা বলেন, আল্লাহর কৃপায় তাকে চিকিৎসা দেন। গত শনিবার অপারেশনের মাধ্যমে এটি প্রতিস্থাপন করা হয়েছে। অপারেশন সফল হওয়ায় বর্তমানে সুস্থ আছেন তিনি।
উপাচার্যের মাধ্যমে ১ নভেম্বর মামুন মিয়ার খুলি প্রতিস্থাপন করা হয়েছে
চবির এই শিক্ষার্থী এতো খুলি সংক্রান্ত চিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসক ও মামুনের স্বজন ও বন্ধু-বান্ধবরা, একসঙ্গে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইন্তিয়াজ আহমেদ সামিও সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফেরার অপেক্ষায় রয়েছেন। দু’জনই চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।
জানা যায়, দুই মাস পূর্বের ২ জুলাই রাতে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। গ্রামবাসীর মধ্যেও অনেকে আহত হন। এর মধ্যে মাথায় মারাত্মকভাবে আহত হন মামুন মিয়া এবং ইন্তিয়াজ আহমেদ সামিও। প্রথমে তাদেরকে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। দ্রুত অবস্থার অবনতি হলে পরে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাদের অস্ত্রোপচার হয়। এর মধ্যে অপারেশনের মাধ্যমে মামুন মিয়ার মাথার খুলি পৃথক করে রেখে দেওয়া হয়। বর্তমানে মামুন ও সামিও হাসপাতালের নিবিড় চিকিৎসাধীন।
চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এম. ইসমাইল হোসেন জানান, অপারেশনের দুই মাস পর মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়। এখন মামুন সুস্থ। আর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।