1. towkir.skit@gmail.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
Title :
বাগমারার হাট মাধনাগর বাজারে মাদক বিরোধী পথসভা অনুষ্টিত  নওগাঁর পোরশায় জোর করে জমি দখলের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পোরশায় সড়কে দুর্ঘ্যটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা দৈনিক সময়ের মূল্য পএিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম দেশ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ বাগমারায় এবারও ‘তরুছায়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ বাগমারায় এবারও ‘তরুছায়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পোরশায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা মারাগেছেন পোরশায় প্রতিপক্ষের হামলায় আহত জামায়াত নেতা মারাগেছেন শুভডাঙ্গা ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আবু সামা মিস্টার

২০ বছর ধরে ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বৃদ্ধের

আবদুল হোক বাঘা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১১৪ Time View

প্রায় ২০ বছর ধরে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭০ বছর বয়সী বৃদ্ধা সামছুল হক। বিগত আ.লীগ সরকারের সময়ে ঘর বরাদ্দে অনিয়মের কারনে তার কপালে জোটেনি আশ্রয়ন প্রকল্পের ঘর। তাই বাধ্য হয়ে কনকনে শীত আর বৃষ্টির পানি উপেক্ষা করে বসবাস করছেন ঘরটিতে।

ভুক্তভোগী সামছুল হক বলেন, সবার ভাগ্য আশ্রয়ন প্রকল্পের ঘর মিললেও আমার ভাগ্য তা জোটেনি। বৃষ্টির সময় আসলে ঘরের ভিতরে পানি ঢুকে যায়। তখন পানি সেচে ফেলতে হয়। ঝড়ের সময় ঘরের চালা উড়ে নিয়ে যায় । কষ্ট যেন আমার পিছু ছাড়ছেনা। ৫ বছর আগে স্টক করি আমি এখন ভালোভাবে চলাফেরা করতে পারিনা। অন্যর উপর নির্ভর করতে হয়। বর্তমান সরকার যদি আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিতো তাহলে কোনভাবে বসবাসটা করতে পারতাম।

স্থানীয় আব্দুর রহিম নামে এক ব্যক্তি বলেন, সামছুলের নিজস্ব কোন জমি নেই। অন্যর দান করা জমিতে ছোট্ট একটি ঝুপড়ি ঘর বানিয়ে দীর্ঘ ২০ বছর ধরে এভাবেই বসবাস করছেন। কনকনে শীতে জবুথবু আর বর্ষার সময় ঝড় বৃষ্টির সাথে সংগ্রাম করে টিকে থাকতে হয় তাকে। সংসার জিবনে তিনি একা। নাপিতের কাজ করে কোনরকম জীবন যাপন করতেন । তবে ৫ বছর আগে স্টক করে অচল হয়ে পড়ে আছেন তিনি। ঔষধ কিনা তো দুরের কথা দুবেলা খাবারও জোটেনা ঠিকভাবে।

স্থানীয়রা জানান, তার পরিবারে কোন লোকজন না থাকায় প্রতিদিন খাবারের জন্য হাত পাততে হয় অন্যের কাছে। যদি কেউ খাবার দেয় তাহলে খান আর না দিলে না খেয়ে দিন পার করেন।

স্থানীয়রা অভিযোগ করে আরো জানান, আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর বিতরণে হয়েছে অনিয়ম। আর এ কারনে সরকারি ঘর পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন অসহায় সামছুল হক। তার জন্য শত চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন তারা। সহায়সম্বলহীন এই বৃদ্ধের জন্য সরকারি একটি ঘর প্রদানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কতৃপক্ষ এমনটাই দাবি এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org