1. towkir.skit@gmail.com : admin :
  2. towkir29@gmail.com : adminrafiq :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম-১৩ আসনে আলহাজ্ব সরোয়ার নিজাম এর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল মহাদেবপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সদস্য আটক-৮ কর্ণফুলীতে শিক্ষাবিদ, মানবিক ব্যক্তিত্ব ও সমাজসেবার আলোকবর্তিকা আশরাফ আলী মেম্বারের ইন্তেকাল চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘার চকরাজাপুরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত নজিপুরে বণিক কমিটির নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন এ জেড মিজান কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে পুরস্কার প্রদান ঢাকায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়ন ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীর মৃত্যু

সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ICT-1 এর ৫ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View

মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার ঢাকা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (IGP) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (ICT-1) আজ (১৭ নভেম্বর ২০২৫) রায়ের মাধ্যমে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে।

মামলাটি ছিল ২০২৪ সালের জুলাই–অগস্টে ঘটে যাওয়া গণআন্দোলন দমন ও ওই সময়ের হত্যাকাণ্ড সম্পর্কে — অভিযোগে তিনি এবং অন্যান্যরা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কয়েকটি ধারায় অভিযুক্ত ছিলেন।

আল-মামুন আগে আদালতে দোষ স্বীকার করে ‘approver’ (state witness/রাজস্বদাতা) হিসেবে স্বীকারোক্তি দিয়েছেন এবং আদালতের সঙ্গে সহযোগিতা করেছেন; এই কারণে তাঁকে ফাঁসি থেকে বাঁচিয়ে সশর্ত সাজা দেওয়া হয়েছে বলে রিপোর্টে বলা হচ্ছে।

ট্রাইব্যুনালের রায় পড়া হয়েছিল ICT-1-এর তিন-সদস্য বেঞ্চের সামনে, বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মোজুমদার। রায় ঘোষণা-সুবিধার্থে কোর্ট সংলগ্ন নিরাপত্তা বাড়ানো হয়েছিল।

ট্রাইব্যুনাল আল-মামুনের জন্য শর্তসাপেক্ষ কন্ডিশনাল প্যারডন/ছাড়-এর সম্ভাব্যতা নিয়ে নির্দেশ দিয়েছিল—অর্থাৎ তিনি যে তথ্য দিয়েছেন তার ভিত্তিতে শর্তসাপেক্ষ ছাড় বা হ্রাস বিবেচিত হতে পারে।

দ্রুত সংবাদ-খসড়া (প্রেস বিজ্ঞপ্তি / অন-লাইনের জন্য)

শিরোনাম: সাবেক IGP চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ICT-1 দিলো ৫ বছরের কারাদণ্ড
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ — আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (ICT-1) আজ চূড়ান্ত রায়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (IGP) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ২০২৪ সালের জুলাই-অগাস্টে ঘটে যাওয়া গণআন্দোলন দমন সংক্রান্ত মানবতাবিরোধী অভিযোগের জন্য ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মোজুমদার।

আল-মামুন আদালতে আগে দোষ স্বীকার করে ‘approver’ হিসেবে তথ্য প্রদান করেন এবং বিচারকে সহায়তা করেন; এ কারণেই তাঁকে ফাঁসির বদলে আঘাতের সঙ্গে তুলনামূলকভাবে হালকা শাস্তি হিসেবে পাঁচ বছরের সাজা দেয়া হয়েছে, সংবাদসংস্থাগুলো জানায়। ট্রাইব্যুনাল জবানবন্দিতে আল-মামুন বলেছেন তিনি ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং তার দেয়া তথ্য মামলার অন্যান্য দিক নির্ধারণে কাজে এসেছে।

রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে যে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া চলমান আছে; উচ্চপ্রোফাইল এই মামলা রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত সংবেদনশীল বলে আলোকপাত করা হয়েছে। রায়প্রকাশের দিন রাজধানীসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

রেফারেন্স (প্রধান সূত্র)

India Today (লাইভ আপডেট) — আল-মামুনকে ৫ বছরের সাজা দেওয়ার কথা রিপোর্ট করা হয়েছে।

Prothom Alo — আল-মামুনের দোষ স্বীকৃতি ও approver হওয়া সম্পর্কে রিপোর্ট।

Dhaka Tribune — অভিযোগের ধরণ (charges) ও মামলার বিবরণ।

The Business Standard / TBS — আল-মামুনকে ICT-তে প্রযতিষ্ঠানের সামনে হাজির করা সংক্রান্ত লাইভ কভারে।

Dhaka Tribune (পূর্বের রিপোর্ট) — ট্রাইব্যুনাল আল-মামুনকে শর্তসাপেক্ষভাবে প্যারডনের কথা বিবেচনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org