1. towkir.skit@gmail.com : admin :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদক সেবনকারী পাঁচ মাতালকে জরিমানা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে পোরশায় বিক্ষোভ মিািছল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু রাজশাহীর বাগমারায় বাড়ীসহ গরু-ছাগল হাঁস মুরগি পুড়ে ছাই নওগাঁয় আম গাছের ডালে ঝুলছিলো কলেজ ছাত্রের মরদেহ পোরশায় বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নওগাঁয় মামাকে হত্যা ভাগ্নের যাবজ্জীবন কারাদণ্ড ঝিনাইগাতীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর বাগমারায় চোলাইমদ-সহ গ্রেফতার -১  রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন, ইজরাইলের বিরুদ্ধে

সাপাহারে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম,বিপাকে নিম্ন আয়ের ক্রেতারা

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২৫২ Time View

পবিত্র রমজান মাসে লাফিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম। নওগাঁর সাপাহারে গত এক সপ্তাহে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে প্রতি কেজিতে ৫-৩০টাকা পর্যন্ত।প্রচুর পরিমানে আমদানী থাকলেও কিছু অসাধু পাইকারী ব্যবসায়ীদের জন্য দ্রব্যমূল্য বাড়ছে বলে অভিযোগ করছেন খুচরা ব্যাবসায়ীরা। আর এর প্রভাব পড়ছে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের মাঝে।
সদরের বাজার ঘুরে বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহে বিভিন্ন নিত্যপণ্য ও সবজির প্রতি কেজি ও লিটারে দাম বেড়েছে ৫টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। প্রচুর পরিমানে প্রতিটি কাঁচা পণ্যের আমদানী থাকা সত্বেও দাম বেড়েই চলেছে। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিলো ১২০ টাকা, চলতি সপ্তাহে তা প্রতিকেজি ১৩০ টাকা, গত সপ্তাহে প্রতিকেজি বেগুনের মূল্য ছিলো ২৫ টাকা , চলতি সপ্তাহে ৪০ টাকা। গত সপ্তাহে খিরার মূল্য ছিলো ৪০ টাকা , চলতি সপ্তাহে ৬০ টাকা,গত সপ্তাহে আদার মূল্য ছিলো প্রতিকেজি ২০০ টাকা, চলতি সপ্তাহে ২২০ টাকা, গত সপ্তাহে রসুনের মূল্য ছিলো প্রতিকেজি ১৯০টাকা, চলতি সপ্তাহে ২২০ টাকা, গতম সপ্তাহে প্রতিকেজি আলুর দাম ছিলো ৩০, চলতি সপ্তাহে ৪০, গত সপ্তাহে টমেটো প্রতিকেজি ছিলো ২৫, চলতি সপ্তাহে ৪০, লেবু প্রতিহালির মূল্য ছিলো ২০ টাকা, চলতি সপ্তাহে ৪০ টাকা।গত সপ্তাহে কাঁচা মরিচ ছিলো ৫০, চলতি সপ্তাহে ৭০টাকা, ছোলা গত সপ্তাহে প্রতিকেজির দাম ছিলো ৯০, চলতি সপ্তাহে ১১০, মসুর ডাল গত সপ্তাহের দাম ছিলো ১০০, চলতি সপ্তাহে ১১০, প্রতিকেজি বেসন ছিলো ৮০ টাকা, চলতি সপ্তাহে ৯০, পাহাড়ী ডাল গত সপ্তাহে ছিলো ৭০ টাকা, চলতি সপ্তাহে ৯০ টাকা, চিনি প্রতি কেজি গত সপ্তাহে ছিলো ১৪২, চলতি সপ্তাহে ১৪৫ টাকা, চিকন চাউল গত সপ্তাহে প্রতিকেজি ছিলো ১৪০, চলতি সপ্তাহে ১৪৫ টাকা। এভাবে প্রায় প্রতিটি পণ্যের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে ডিম, তেল,শুকনা মরিচ, সীম,লবন,সরিষা তেলের।
খুচরা তরকারী বিক্রেতা আমিনুল ইসলাম জানান, কাঁচা পণ্যের দাম বাড়ার কারন হলো পাইকারী ব্যাবসায়ীরা। তারা সকাল হতে ওঁৎ পেতে থাকে পাইকারী বাজারে। সেখান থেকে পণ্য ক্রয় করে অধিক মুনাফার আশায় রাজধানীতে পাঠিয়ে দিচ্ছেন। যার প্রভাব পড়ছে খুচরা বিক্রেতাদের উপর।
ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন, “এভাবে দ্রব্যমূল্য বাড়াতে থাকলে আমাদের চরম বিপাকে পড়তে হয়। আমরা বাসা থেকে পূর্বের মূল্য অনুযায়ী হিসেব করে টাকা এনে পরে দাম বাড়ার কারনে দু’একটা আইটেম ছাড়া পড়ে যায়।”

বিষয়টি নিয়ে কাঁচা বাজার সমিতির সভাপতি হাবিবুর রহমানের সাথে কথা তিনি বলেন “ চাহিদা অনুযায়ী আমদানী না থাকার ফলে কাঁচা তরকারীর দাম বেড়েছে। পর্যাপ্ত পরিমাণে আমদানী হলে দাম কমবে বলে আশা করছি।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, “আমরা নিয়মিত ভাবে বাজার মনিটরিং করছি।আমরা দোকানদারদের বলছি যাতে কোন ভাবে মূল্যবৃদ্ধি করা না হয়। অজাচিত ভাবে কোন দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”
পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের এ ধরণের উর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সাধারণ ক্রেতারা। সাধারণ জনগণ যাতে কোনভাবে সিন্ডিকেটের কবলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org