1. towkir.skit@gmail.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
Title :
বাগমারায় মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করার আহ্বান: মাসুদ হাসান তুহিন  পোরশায় তিন আসামী গ্রেফতার বাগমারায় ধর্ষনের ঘটনা গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা,পালিয়ে গেলেন অভিযুক্ত ধর্ষক বাগমারায় লাহার আলী হাফেজিয়া ক্বারিয়ানা ও এতিমখানা মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁয় ডেভিল হ্যান্ট-এ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আটক পরিপূর্ণ হজ সম্পন্ন করতে চাইলে অবশ্যই হজের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে..ডিসি নওগাঁ মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু পোরশায় নিরীহ এক কৃষকের ধান কীটনাশক নষ্ট করেছে দূর্বৃত্তরা

সাপাহারে ফসলী জমি কেটে নির্ধারিত স্থানে পানির লাইন না বসিয়ে অর্থের বিনিময়ে অন্য স্থানে বসানোর অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

মনিরুল ইসলাম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলাস্থ পাহাড়ীপুকুর এলাকায় ফসলী জমি কেটে পানির লাইন বসানো সহ নির্ধারিত জায়গায় না বসিয়ে অন্য জায়গায় বসানোর অভিযোগ করছেন স্থানীয় কৃষকগণ। বিষয়টি নিয়ে সাপাহার থানা ও নির্বাহী প্রকৌশলী নওগাঁ বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার পাহাড়ীপুকুর মৌজার জেএল নং-২১ এ গভীর নলকুপ এর নালা (ড্রেন) বসানোর কথা থাকলেও সেই স্থানে না বসিয়ে নালা (ড্রেন) অর্থের বিনিময়ে এলএলপি বিলের পানি নেওয়ার জন্য অপারেটর পাহাড়ীপুকুর মৃত- হেরাজ উদ্দীনের পুত্র আবুল কালাম অর্থের বিনিময়ে বিক্রি করে অন্য স্থানে বসানোর অভিযোগ উঠেছে।

বিষয়টির প্রতিকার চেয়ে পাহাড়ীপুকুর গ্রামের মৃত: সাইফুদ্দীন এর পুত্র মারফত আলী বাদী ৩ জানুয়ারী দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপরদিকে পাহাড়ীপুকুর গ্রামের নূরুল ইসলাম এর পুত্র আব্দুল আলিম বাদী হয়ে ২ জানুয়ারী নওগাঁ নির্বাহী প্রকৌশলী নওগাঁ রিজিওন-২ অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে আরও জানা গেছে, স্থানীয় কৃষকদের জমিতে থাকা রবি শস্য উত্তোলনের পর নালা (ড্রেন) তৈরী করার জন্য শরিশা খেত নষ্ট করছেন। স্থানীয় কৃষকদের প্রায় ৪০ হাজার টাকার শরিষা ক্ষতি হযেছে।

অনুসন্ধানে জানা গেছে, নালা (ড্রেন) এর জন্য বরাদ্ধকৃত জায়গায় না বসিয়ে অর্থের বিনিময়ে নালা (ড্রেন) অন্যস্থানে বসানো হচ্ছে।

স্থানীয়দরর জমিতে এলএলপি সৌরবিদ্যুৎ চালিত মটারের পানি নেওয়ার জন্য জমির উপর দিয়ে নালা তৈরী করছেন।

এমতাবস্থায় ৩ জানুয়ারি (শুক্রবার) ভোর ০৫:০০ টার সময় বিবাদীপন পরিকল্পিত ভাবে অজ্ঞাতনামা ৫/৭ জন লেবার নিয়া জমির শস্য নষ্ট করে জমির উপর দিয়া নালা খনন কাজ করতে থাকে।

অনুসন্ধানে আরও জানা গেছে, বাদী ২ জনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়া ঘটনাস্থলে আসতে নিষেধ করেন অপারেটর আবুল কালাম, পাহাড়ীপুকুর গ্রামের মৃত- গিয়াস উদ্দীনের পুত্র আব্দুল খালেক ও মনিপুকুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র মামুন।

বিষয়টির প্রতিকার চেয়ে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে অপারেটর আবুল কালামের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বিষয়টি নিয়ে কথা বলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org