মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেন। জাকিরুল ইসলাম জাকির, সাঘাটা
দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সাঘাটা থানা পুলিশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী মোহাম্মদ মিলন সরকারকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের সলংগা থানার মামলা নং ০২, তারিখ ১২/০৮/২০১৭ ইং-এ দায়ের হওয়া এক মামলায় আদালত আসামীকে মৃত্যুদণ্ড দেন। দণ্ড ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, আসামীকে খুঁজে বের করার জন্য দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগস্ট ভোরে এসআই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মিলন সরকারকে গ্রেফতার করে।
পরদিন ১০ আগস্ট তাকে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়।