আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। আমরা গভীর ক্ষোভ, তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাচ্ছি।”
তুহিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্লাবটি। বিবৃতিতে বলা হয়, “যেই এই নৃশংসতার পেছনে থাকুক না কেন, কোনোভাবেই যেন তারা আইনের ফাঁক গলে পার না পায়। দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাষ্ট্র ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে
১. সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক।
২. দ্রুত বিচার আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “মত প্রকাশের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হত্যাকাণ্ড দেশের জন্য চরম উদ্বেগজনক বার্তা বহন করে। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে আরও সাংবাদিক ঝুঁকিতে পড়বেন।”
সাংবাদিক তুহিনের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব।