ফারুক আহমেদ বিশ্বনাথ প্রতিনিধি সিলেট জেলা
দেশের খ্যাতিমান শিল্পপতি, বিশিষ্ঠ দানবীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং লিডিং ইউনির্ভাসিটির প্রতিষ্ঠাতা ড. রাগীব আলী বলেছেন, সংবাদপত্র হচ্ছে একটি জাতীর চতুর্থ স্তম্ব। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকরা নি:ম্বার্থভাবে কাজ করে থাকেন। তাই সাংবাদিকদের কল্যাণে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসা উচিত।
গত শনিবার বিকেলে তাঁর মালনীছড়া বাংলোয় বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ডের সনদপত্র গ্রহনকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে গঠিত ‘বিশ্বনাথ প্রেসক্লাব ওয়েলফেয়ার ফান্ড’ এর গোল্ডেন মেম্বারশীপ সাদরে গ্রহন করলে তাকে সম্মানসূচক এই সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সদস্য জামাল মিয়া, আব্দুস সালাম মুন্না, মাজহারুল ইসলাম সাব্বির।