
আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের সাঁইধরা গ্রামের বিলে যাওয়ার এক কিলোমিটার কাঁচা রাস্তা শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৪/১০/২০২৫ইং-সকাল ৯ টায় সাঁইধারা গ্রামের বিলের মাঝে একটি নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। গ্রামবাসী নিজ অর্থায়নে কাঁচা রাস্তার কাজটি বাস্তবায়ন করছেন। বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের১নং-ওয়ার্ডের সাইধারা গ্রামের অত্র এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা লাঘব হবে।
রাস্তাটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ আব্দুল জলিল পাইক,, সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,, সেক্রেটারি সাইদুল ইসলাম,,কেশিয়ার মোঃ আবুল কালাম আজাদ, সুলতান মন্ডল,, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাজ্জাদ, নওশাদ,, গোলাম মোস্তফা,, কাজেম,, আলমগীর,,কলিম উদ্দিন মেধা,, আবুল কালাম আজাদ,, সাবেক মেম্বার সাজ্জাদ, পরিশেষে বক্তব্য রাখেন আউচপাড়া ইউনিয়ন বিএনপি সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।