রাজু আহমেদ মান্দা উপজেলা (নওগাঁ)
পবিত্র মাহে রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় গরীব মানুষের জন্য ১০ কেজি করে ভিজিএফ চাল সরকার কর্তৃক নির্ধারিত করা হয়েছে । এরই মধ্যে ইউনিয়ন পরিষদ থেকে সকল ওয়াডের ইউপি সদস্যদের এ চালের তালিকার দায়িত্ব দেওয়া হয় । কিন্তু এ বছরে তাদের কে গরীব অসহায় মানুষের তালিকা না দিয়ে চেয়ারম্যান ব্যাক্তিগত ভাবে সকল ওয়ার্ডের ইউপি সদস্যদের ইচ্ছামত নামের তালিকা দিয়েছেন যা কোনভাবেই মিলছে না বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নওগাঁর মান্দা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাবুল আলী ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন , দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যতগুলো চেয়ারম্যান এসেছেন এবং দায়িত্ব পালন করে গেছেন প্রতিটি ঈদে গরীব অসহায় মানুষের জন্য যে ১০ কেজি চাল দেওয়া হতো তা তেঁতুলিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের মধ্যে সকল ইউপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয় কিন্তু এই ৫ আগস্টের পর এই রমজানে ইউপি চেয়ারম্যান তা বিপরীতে করছেন নিজের মনমতো করে তিনি তার ওয়ার্ডে গরীব অসহায় মানুষের তালিকা দিয়েছেন আমার তেঁতুলিয়া ইউনিয়নে আমার ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডে গরীব অসহায় মানুষ বেশি কিন্তু আমার ওয়ার্ডে চেয়ারম্যান নামের তালিকা দিয়েছেন অল্প যা অন্য ওয়ার্ডের তুলনায় অনেক কম আমার পার্শ্ববর্তী ওয়ার্ড ৫ নং ওয়ার্ড তার বাসা হওয়ায় তিনি ওই ওয়ার্ডের সবচেয়ে বেশি গরীব অসহায় মানুষের তালিকা দিয়েছেন। কিন্তু তার ওয়ার্ডে তেমন কোন গরীব অসহায় মানুষের সংখ্যা নেই বললেই চলে কিন্তু ওই ওয়ার্ডেই সব গরীব অসহায় মানুষের নাম দেওয়া হয়েছে । এই চাল বিতরণের তালিকার নাম সঠিক করে তদন্ত করার জোর দাবি জানাচ্ছি ।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনামুল হক, শিমুর আলী, ভগিরত আলী, লিটন , বাদল প্রমুখ ।