1. towkir.skit@gmail.com : admin :
  2. towkir29@gmail.com : adminrafiq :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শ্রীপুরে কাওরাইদ এলাকায় মাদক ব্যবসায়ী বিপ্লব সাদু গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৬ Time View

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুরের শ্রীপুর উপজেলা কাওরাইদ এলাকায় রাত তখন গভীর। নিস্তব্ধ শ্রীপুরের বাতাসে তখন রহস্যের গন্ধ। এমন সময়েই যেন এক ছায়া অভিযান। গাজীপুরের শ্রীপুরে ২০ আগস্ট রাতে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে আটক হলেন শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপ্লব সাদু। তার অন্ধকার সাম্রাজ্যের পতন যেন সময়েরই অপেক্ষা ছিল।
অভিযানের সময় তার আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে চার কেজি গাঁজা এবং একাধিক দেশীয় অস্ত্র। এই বিপুল পরিমাণ মাদক আর অস্ত্রের উৎস কোথায়, তা নিয়ে সৃষ্টি হয়েছে নতুন রহস্য। কেন এত দিন ধরে সে প্রশাসনের চোখে ধুলো দিয়ে তার এই জঘন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছিল?
বিপ্লব সাদুর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর কাছে সে ছিল এক আতঙ্কের নাম। তাকে আটকের পর যেন এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে এই অভিযানের পর কি তার পেছনে থাকা আরও কোনো বড় চক্রের সন্ধান মিলবে? বিপ্লব সাদুকে এখন থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে। তার এই গ্রেফতার কি কেবল একটি ছোট অধ্যায়ের শেষ, নাকি এর মাধ্যমে উন্মোচিত হবে আরও বড় কোনো রহস্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org