মোঃমিজানুর রহমান শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষকমণ্ডলী এবং উলামায়ে কেরামদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা শাখা ও পৌর শহর শাখার আয়োজনে জি কে পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে শিক্ষকমন্ডলী ও উলামায়ে কেরামদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
পৌর শহর জামায়াতের সহ- সেক্রেটারি প্রভাষক মোঃ জাহিদ আনোয়ার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, নায়েবে আমীর মাওলানা নূর-ই আলম সিদ্দিকী, শেরপুর শহর আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা. হাসানুজ্জামান সহ জেলা জামায়াতের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে অংশ নেয় প্রায় একহাজার শিক্ষকমণ্ডলী ও উলামায়ে কেরামগন।