মিজানুর রহমান শেরপুর প্রতিনিধি
সারাদেশের ন্যায় শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে শেরপুর জেলায় বাংলা প্রথমপত্র এর মধ্য দিয়ে প্রথম দিন এসএসসি পরীক্ষার শুরু হয়।
শেরপুর জেলা প্রশাসনের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এবছর শেরপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ৪৩টি কেন্দ্রের মধ্যে এসএসসি ১৪ হাজার ১০১ জন, দাখিল ৩ হাজার ১৬ জন ও কারিগরি (ভোকেশনাল) ১ হাজার ৩১২ জন সহ ১৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এসব পরীক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার দিনে এসএসসি ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে এবং বাকী ১৪ হাজার ১৫ জন অংশগ্রহণ করে।
এছাড়াও দাখিল ৩ হাজার ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন অনুপস্থিত বাকী ২ হাজার ৯০২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছে এবং কারিগরি (ভোকেশনাল) ১ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন অনুপস্থিত এবং বাকী ১ হাজার ২৮৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এদিকে পরীক্ষা চলাকালিন সময়ে কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা যায়।