1. towkir.skit@gmail.com : admin :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
Title :
শেরপুরে বাংলা নববর্ষে উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা মহাদেবপুরে আ’লীগ ও যুবলীগসহ গ্রেফতার ৪ নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন শেরপুরে ইসরাইলের আগ্রাসন ফিলিস্তিনিদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পোরশায় ভাই-বোনের হত্যাকারীকে ৭দিনেও ধরতে পারেনি পুলিশ নওগাঁয় অর্থের বিনিময়ে কনস্টেবল নিয়োগের নামে প্রতারনা; দুই প্রতারক আটক মহাদেবপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পোরশায় মাদক সেবনকারী পাঁচ মাতালকে জরিমানা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের গণহত্যার প্রতিবাদে পোরশায় বিক্ষোভ মিািছল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

শেরপুরে বাংলা নববর্ষে উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২ Time View

মিজানুর রহমান শেরপুর প্রতিনিধি

বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৪ এপ্রিল সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন- জেলা প্রশাসক তরফদার মাহমুদ রহমান।

এসময় পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, পৌর প্রশাসক মোহাম্মদ রাজীব উল আহসান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, শেরপুর জেলার জামায়াতে সাবেক সেক্রেটারি আবদুল বাতেন, শেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহবান মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ অংশ নেন।

বাঙালি সংষ্কৃতির নানা প্রতিকৃত, ব্যানার, ফেস্টুন নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে লোকজ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদ রহমান।

লোকজ মেলা উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এরপর চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org