মিজানুর রহমান শেরপুর প্রতিনিধি
শেরপুরে দুর্বৃত্তের হাতে নিহত অটোরিকশা চালক আ. লতিফের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন
শেরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রদল নেতা সাংবাদিক বুলবুল আহম্মেদ।
বুধবার ২৩ এপ্রিল বিকেলে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরি কাটাজান এলাকায় নিহত অটোরিকসা চালক আ. লতিফ মিয়ার বাড়িতে ছুটে যান সাংবাদিক বুলবুল আহমেদ। এসময় তিনি তার পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তার রেখে যাওয়া ৪ সন্তানের পাশে থাকা এবং সকল ধরনের সহযোগিতা করার আশ্বস্ত করেন। পাশাপাশি ন্যায় বিচার পেতে আ. লতিফের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং অতি দ্রুত আসামিদের গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য- ২১ এপ্রিল সোমবার সকালে মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানখেত থেকে অটোরিকশা চালক আব্দুল লতিফের মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী