উৎপল কুমার মহন্ত শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, প্রাথমিক ধারণা। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে হঠাৎ করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আগুন লাগে। এসময় দ্রুত আগুন পুরো৷ অফিসে ছড়িয়ে পরে এবং কালো ধোঁয়া বেরুতে থাকে। শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।
আগুন লাগার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। তিনি বলেন শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। তিনি আরো বলেন আগে থেকেই আমার অফিসের ইলেকট্রিক ক্যাবল অরক্ষিত ছিল।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী