বগুড়ার শিবগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সীমিত পরিসরে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ শে আগস্ট) দুপুরে উপজেলা সদরের বানাইল বারোয়ারী কেন্দ্রীয় শিব মন্দির অঙ্গনে আলোচনা সভা অন্তে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
বাবু রাম নারায়ণ কানুর সভাপতিত্বে প্রভাষক নয়ন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, সংগঠনের সভাপতি রাম নারায়ণ কানু, সহ-সভাপতি আশিষ কুমার রায়, সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সহ-সভাপতি মোহন লাল কানু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন সরকার, সনৎ কুমার মন্ডল, সাংগাঠনিক সম্পাদক শ্যামল মোদক, বাবু পুরান রায়, সাংবাদিক রবিউল ইসলাম রবি, সাংবাদিক উৎপল কুমার মোহন্ত সহ প্রমূখ। এসময় পূজা উদযাপন পরিষদের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী