উৎপল কুমার মহন্ত শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে বিদায়ী ইউএনও তাহমিনা আক্তারের পৃথক দুটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারী সোমবার দুপুরে শিবগঞ্জের সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, চেয়ারম্যান অ্যাসোসিয়েশন ও উপজেলা ঠিকাদার সমিতি কর্তৃক এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা দুটিতে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, শিবগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, অধ্যক্ষ মাহবুবে রফিক, আবু বক্কর সিদ্দিক, আব্দুস ছালাম, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, শফিকুল ইসলাম, বিমল চন্দ্র, খলিলুর রহমান, ঠিকাদার সমিতির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক নজমুল হক মিঠু, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, ফাহিমা আক্তার, আবুল কালাম আজাদ, নয়ন মন্ডল, আব্দুল হাকিম, আলাউদ্দিন, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক পবন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, ঠিকাদার ফারুক হোসাইন প্রমূখ।