বগুড়ার শিবগঞ্জে সেলিনা খাতুন (১৪) নাম এক কিশারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ।
৪ জুলাই বহস্পতিবার সকালে উপজেলার আটমূল ইউনিয়নের বড় বেলঘরিয়া গ্রাম থেকে ওই কিশারীর মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে লাশের সুরুতাহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মরদেহ পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে প্রেরণ করা হয়।
ঐ কিশারীর চাচা আব্দুর রশিদ জানান, সেলিনার বাবা আবুল হাসেম ফজরের নামাজ পর তার মেয়ের শয়ন কক্ষে ডাকাডাকি করলে মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে এবং ঘরের ভিতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে তার ছোট ছেলে আবু হানিফ টিনের চাল কেটে উপর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা খুলে দিলে ওই কিশারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহত সেলিনা শয়ন কক্ষের বাঁশের তীরের সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয় আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, সেলিনা (১৪) নামের এক কিশারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেকে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ওই কিশারীর গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী