আসন্ন পবিত্র ঈদ উল-আযহায় কালো পাহাড়ারকে ১৩ লক্ষ টাকায় বিক্রি করে পবিত্র হজ্জ্ব পালন করতে চান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষক আহম্মাদ আলী। উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বাকসন পূর্বপাড়া গ্রামের এই কৃষক এভাবেই তার স্বপ্ন পূরণ ও আশার কথা বলেন।
তিনি বলেন, কালো পাহাড় হলিষ্ট্রিম ফ্রিজিয়াম জাতের গরুটি পাঁচ বছর পূর্বে তার বাড়িতে জন্ম নেয়। জন্ম নেওয়ার পর থেকে গরুটিকে সন্তানের মত লালন পালন করতে থাকেন ওই কৃষক। মনের ইচ্ছা ও সখ পূরণ করতে তিনি প্রথম দিকে কালো পাহাড়কে প্রতিদিন ২০০-৩০০ টাকার খাবার খাওয়াতেন। গত ১ বছর যাবৎ গরুটিকে প্রতিদিন ৭ কেজি ভূষি, ১ কেজি খৈল, ৩ কেজি খুদ এর পাশাপাশি নেপিয়ার ঘাস ২৫-৩০ কেজি এবং ৭-৯ কেজি খড় খাবার হিসেবে দিচ্ছেন।
গরুর শারীরিক গঠন, উচ্চতা এবং দেখতে পাহাড়ের মত উঁচু দেখায় পরিবারের লোকজন আদর করে তার নাম রাখে কালো পাহাড়। কালো পাহাড় উচ্চতায় ৬ ফিট এবং লম্বায় ৯ ফিট ওজন প্রায় ১৪০০ কেজি।
গৃহ পালিত পশু হিসেবে গরু লালন-পালন করে আসলেও কালো পাহাড় এর মত বিশাল আকৃতির গরুটি এই প্রথম লালন-পালন করেছেন তিনি। কালো পাহাড় ছাড়াও তার বাড়িতে ছোট বড় আরো চারটি গরু রয়েছে এবং এর পাশাপাশি জমা-জমি চাষাবাদ করেন সংসার চালান এই কৃষক।
তিনি আরো বলেন, কালো পাহাড় কে আদর যত্ন করে লালন পালন করেছি, আমার স্বপ্ন ও সখ আমি যেন এই কালো পাহাড়কে বিক্রি করে পবিত্র হজ্জ্ব ব্রুত পালন করতে পারি।
আহম্মাদ আলী বলেন, কালো পাহাড়কে লালন পালন করতে তাকে সাহায্য করেন তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম, পুত্রবধু সাম্মি বেগম, মুক্তি বেগম ও বড় ছেলে আবু তালেব।
স্ত্রী মুঞ্জুয়ারা বেগম বলেন, স্বামীর সখ পুরুন করতে তাকে সব সময় সহযোগিতা করে আসছি। তবে কালো পাহাড়কে বিক্রি করে যেন আমার স্বামী হজ পালন করতে পারে এ জন্য সবার কাছে দোয়া চান তিনি।