শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে শিবগঞ্জ প্রেসক্লাবের’ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারকে বিদায় সংবর্ধনা প্রদান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারী বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।
শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও পিঠা উৎসবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বাবু রতন রায়, শিবগঞ্জ গ্রামার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ঠিকাদার খালিদ হাসান আরমান, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক পবন কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, কনক দেব, কামরুজ্জামান, মিজানুর রহমান, মোহাম্মাদ আলী, দপ্তর সম্পাদক সোহাগ আলী, কোষাধ্যক্ষ জাবিউল আলম হিমু, প্রচার সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান তৌহিদ, সদস্য বিজয় গুপ্ত, ইমরানুল হক, রাইসুল ইসলাম, জাহেদুল ইসলাম, মাসুদ রানা, শফিউল আলম ডিউ, উৎপল কুমার মোহন্ত, সাংবাদিক রাব্বি হাসান সুমন, শিপন মিয়া প্রমুখ।
প্রসঙ্গত শিবগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ব্রাহ্মনবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে এ বিদায় সংবর্ধণা প্রদান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।