পল কুমার মহন্ত শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
সারাদেশে জেঁকে বসেছে শীত, বেড়েছে শীতের প্রকোপ। শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এই কনকনে শীত নিবারণের জন্য দুঃস্থ-অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শিবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা ।
বৃহস্পতিবার উপজেলা সদরের শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা ২০০ জন দুঃস্থ অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়ক সাব্বির খান, ছাত্র প্রতিনিধি সিহাব উদ দৌলা, নাজমুল হোসেন নয়ন, রজব, প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটির সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই।
এই তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে খুশি দুঃস্থ অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্তরা।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী