মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেছেন,শুধু ভালো ছাত্র হলেই হবে না, শিক্ষার্থীদেরকে দেশের জন্য সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তাদেরকে সব ধরনের অন্যায় থেকে দূরে থাকতে হবে।
সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘এসো মিলি জীবনের জয়গানে’ শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাল্যবিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্টফোনের অপব্যবহার রোধে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটি।
অনুষ্ঠানে আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ারও আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম।গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন।
এছাড়া বক্তব্য দেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী ও সাংবাদিক রিক্তু প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা,শারমিন খাতুন,খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার।
অনুষ্ঠানে গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক।