
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের
বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় স্থানীয়
বাসষ্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা এ মানববন্ধন
কর্মসূচীর আয়োজন করেন। মানববন্ধনে মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ
বেলায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক
মোঃ আব্দুল গফুর, মহাদেবপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আলহাজ মোঃ মোবারক
আলী, এনায়েতপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হক, জেলা শিক্ষক সমিতির
সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মহাদেবপুর ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের
সুপারিনটেনডেন্ট মোঃ মামুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ
সানোয়ার হোসেন মানিক, মোসাঃ ফাতেমা খাতুন প্রমুখ। বক্তাগণ শিক্ষক কর্মচারীদের ২০%
বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের গেজেট
প্রকাশ ও শিক্ষকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাবনবন্ধনে একাত্বতা
প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোঃ রবিউল আলম বুলেট, উপজেলা
জামায়াতের আমির মোঃ আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা মাওলনা
নাসির বীন আজগর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, এনসিপির নেতা
মোঃ আমিনুল হক প্রমূখ। মানববন্ধন শেষে এমপিও ভুক্ত শিক্ষকগণ একটি র্যালী নিয়ে উপজেলা
নির্বাহী অফিসারের কার্যলয়ে গিয়ে লিখিত স্মারকলিপি প্রদান করেন।