রায়হান হোসেন,বেনাপোল শার্শা যশোর
যশোর জেলার শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয় । শনিবার (২৮/০৭/২০২৫) সমাবেশে অজস্র নারী কর্মীর উপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই অঞ্চলে নারী রাজনীতির শক্তিশালী ভূমিকা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভাপতিত্ব করেন মহিলা দলের নেত্রী রাশিদা রহমান। যিনি তাঁর বক্তব্যে বলেন।নারীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি। ও উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না,সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার,সহ জেলা মহিলা দল ও শার্শা উপজেলা মহিলা দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিগত দিনের দমন-পীড়নের বিরুদ্ধে নারীদের ভূমিকা এবং আগামী নির্বাচনকে ঘিরে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করেন।
উপস্থিত নারীরা বিভিন্ন এলাকা থেকে সমবেত হয়ে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে এটাই প্রমাণ করে – শার্শার রাজনীতিতে নারীরা আর পিছিয়ে নেই।