রায়হান হোসেন
শার্শা যশোর
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ৫ নং পুটখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল করে যশোর জেল গমন করেন। এ সময় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিলে উপস্থিত বক্তারা বলেন, "স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আছি।"
এছাড়াও তারা দাবি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী করে তুলতে হবে।
দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও নেতা-কর্মীরা ছিলেন উজ্জীবিত ও স্লোগানে মুখর।